ব্লগার ওয়েবসাইট তৈরি

ব্লগার ওয়েবসাইট তৈরির জন্য আমাদের কোনও রকম হোস্টিং এর প্রয়োজন নেই। শুধু মাত্র আমাদের ডোমেন টা কিনলেই হবে। ব্লগারের কস্টিং আনলিমিটেড এবং ব্যান্ডউইথ ও আনলিমিটেড হয়ে থাকে। ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ডোমেইন কিনতে হবে।

এবং সেটাকে গুগলের হোস্টিং প্যানেলের সাথে অ্যাড করতে হবে। ডোমেইন কিনার পরে সেটাকে ওয়েবসাইটে রূপান্তর করার জন্য আমাদেরকে ব্লগার এ যেতে হবে। ব্লগার ডটকম টাইপ করার পর আমাদেরকে ডোমেন কিনার ইমেল দিয়ে ব্লগার এ লগ ইন করতে হবে।

ব্লগার এ যাবার পরে আমরা ওখানে সাইন আপ না করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করতে প্রথমেই নেম এর টাইটেল দিতে হবে। তারপর নেক্সট করে অ্যাভেলেবেল অ্যাড্রেস দিতে হবে। তারপর ডিসপ্লে নেম দিয়ে ফিনিশ বাটন প্রেস করলেই ব্লগারে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আমাদের।

এর পরে আমাদের যে ডোমেন টা আমরা কিনেছি সেই ডোমেন টাকে ব্লগার অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ব্লগারের সেটিংসে গিয়ে কাস্টম ডোমেইন নামের যে অপসন টা আছে সেখানে আমাদের কিনা ডোমেন নেম দিয়ে দিতে হবে কপি করে।

ডোমেইন নেম দেওয়ার পরে নিচের দেওয়া অ্যাড্রেস এবং কোডগুলোকে আমাদের ডোমেইন কিনার হোস্টিং প্যানেলে গিয়ে সবগুলো বসাতে হবে। বসানোর পরে ওখানে সেভ অপশনে গিয়ে সেভ করার পরে আমরা আমাদের ব্লগার সাইটে চলে আসব৷ এবং সেখান থেকে নেক্সট করার পরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ব্লগার।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url