পোস্ট/পেজের পার্থক্য থিম লেআউট এবং সেটিং পরিচিতি

প্রথমেই আসি পোস্টের কাছে পোস্টের মাঝে কোনও কিছু তৈরি করলে সেটা দেখাবে হোম পেজে। এ দিকে পেজ এর মাঝে কোনও কিছু তৈরি করলে সেটা দেখাবে ক্যাটাগরিতে অথবা কাউকে লিঙ্ক দিলে।

থিম> থিম হলো আপনার ওয়েবসাইটের কালার কাস্টমাইজেশন এর অপশন। থিম এর মধ্যে মেন কালার থিম চেঞ্জ করলে মেনুবার এর মেনুর কালার চেঞ্জ হবে। ক্যাটাগরির নামের কালার চেঞ্জ হবে এবং পোস্টের টাইটেল কালারও চেঞ্জ হবে
লেআউট> লেআউট হলো ব্লক পৃষ্ঠায় সব কিছুর নকশা বা উপস্থাপনাকে বোঝায়। লে আউটের মধ্যে থেকে আমরা অনেক কিছুই চেঞ্জ করতে পারব। এক কথায় লে আউটের মধ্যে থেকে আমরা আমাদের ওয়েবসাইটে সব কিছু ইচ্ছেমতো সাজাতে পারবো।

ব্লগারের সেটিং পরিচিতি> ব্লগারের সেটিংস থেকে আমরা পুরো ব্লগার ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারব। পেজের কমেন্ট থেকে শুরু করে ভিউ থেকে অন্যান্য যাবতীয় যত প্রয়োজনীয় জিনিস। সব কিছু আমরা পাবো ব্লগারের সেটিংসে।
ওয়েবসাইটের সেটিংস, কমেন্ট, স্ট্যাস ও ইনকাম পরিচিতি> ওয়েবসাইটের সেটিংস থেকে আমরা টাইটেল, ডিসক্রিপশন, ব্লগ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, অ্যাডাল্ট কনটেন্ট, প্রাইভেসি, পাবলিশিং, এইচটিটি পিএস অন, পারমিশন, পোস্ট কমেন্ট এসকল কিছু এডিট করতে পারব। আমাদের নির্ধারিত প্রয়োজন অনুযায়ী।
কমেন্টস> আমরা যে পোস্টটা পাবলিশ করব সেখানে অবশ্যই কমেন্ট অপশন থাকবে এবং সেই কমেন্ট অপশন থেকেই মানুষ ভাল মন্দ দু টোই কমেন্ট করতে পারবে। এবং আমরা অবশ্যই চাইব না আমাদের ওয়েবসাইটে কেউ খারাপ৷ কোনও কমেন্ট করুক।
 সেই কমেন্ট টা কে নিয়ন্ত্রণ করার জন্য ব্লগারের সেটিংয়ে রয়েছে কমেন্ট সেটিং অপশন। সেখান থেকে ওয়েবসাইটের পোস্টে কেউ কমেন্ট করলে সেটা আগে আমাদের কাছে পেন্ডিং এ জমা থাকবে এবং আমাদের কোনও কমেন্ট পছন্দ না হলে আমরা সেই কমেন্টকে পোস্ট না করে ডিলিট করে দিতে পারব। এই ভাবে সেটিংস থেকে আমরা কমেন্ট সেট আপ করতে পারি।
স্টেটস> আমাদের ওয়েবসাইটের পোস্টের ভিউ দেখতে পারব এখান থেকে। আমাদের কোন পোস্টে কত জন ভিউ করল এবং কোন সময়ে কোন মাসে এই সব কিছু আমরা দেখতে পারব স্টেট থেকে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url